যখন ছোট ছিলাম তখন ম্যাচ শুরুর আগেই আমরা জানতাম বাংলাদেশ হারবে। তারপরও খেলা দেখতাম আর চাইতাম বাংলাদেশ শুধু যেন একটু ফাইট করতে পারে । নিশ্চিত হারা ম্যাচ,অনেক গুলা উইকেট পরে যাওয়ার পরও শেষ দিকে মোহাম্মদ রফিক দুই একটা ছক্কা মারবে ভেবে শেষ পর্যন্ত খেলা দেখতাম বাংলাদেশের ক্রিকেট কে বর্তমান অবস্থানে আনতে সব চেয়ে বেশি অবদান তো মাশরাফি,সাকিব,তামিম,মুশফিক,রিয়াদ এই পাচজনের ই। বাংলাদেশ বর্তমানে প্রতিটি ম্যাচে মাঠে নামে জেতার জন্য অথচ এক সময় বাংলাদেশ দল মাঠে নামত এটা ভেবে যে হার টা যেন সম্মান জনক হয়। যারা বাংলাদেশের ক্রিকেট কে এত দূর নিয়ে আসল বর্তমান সময়ে তাদের কে নিয়েই ট্রল হয় কিন্তু আমাদের কিছু ক্রিকেটপ্রেমীদের কাছে মাশরাফি,সাকিব,তামিম,মুশফিক,রিয়াদ এই পাচ জন ই পছন্দের খেলোয়াড়। Cricket News #Bangladesh #cricket #5pandob #Bangladesh_cricket_history